জাতীয়

‘চট্টগ্রামের কর্ণফুলী ও ঢাকার নদী দুষণমুক্ত করা হবে’

সচিবালয় প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সমন্বিত মাস্টার প্ল্যান তৈরি ও বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামের কর্ণফুলী ও ঢাকার চারপাশের নদীগুলো অচিরেই দূষণমুক্ত করা হবে।’ রোববার দুপুরে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চট্টগ্রামের কর্নফুলী নদীসহ ঢাকার নদীর দুষণ রোধ এবং নাব্যতা বৃদ্ধিতে মাস্টার প্ল্যান তৈরি সংক্রান্ত কমিটির এক সভায় এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য কর্ণফুলী ও ঢাকার চারপাশের নদীগুলোকে দূষণমুক্ত করার নির্দেশনা দিয়েছেন। তার এই নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করা হবে।’ তিনি বলেন, ‘বর্ধিষ্ণু নগরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বাড়ানোর ওপর আমরা জোর দিয়েছি। এজন্য পানির উৎস হিসেবে নদীকে ব্যবহার করতে হবে। নদীর নাব্যতা বৃদ্ধি ও দূষণমুক্ত করা গেলে এর প্রত্যক্ষ ও পরোক্ষ সুফল জনগণ ভোগ করবে।’ মন্ত্রী আরো বলেন, ‘সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে কারিগরী কমিটি গঠন করে মাস্টার প্ল্যান তৈরি করে তা দ্রুত বাস্তবায়ন করা হবে। শিল্প-কারখানা ও মানবসৃষ্ট অন্যান্য বর্জ্যের কারণে সৃষ্ট দূষণ ও অবৈধ দখল রোধ করে নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’ এলজিআরডি মন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার প্রমুখ। সভায় বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রস্তুতকৃত ধারণাপত্র পর্যালোচনা করা হয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের নেতৃত্বে কারিগরী কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। রাইজিংবিডি/ঢাকা/৫ মার্চ ২০১৭/নঈমুদ্দীন/রফিক