জাতীয়

‘নারীদের শিক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক : নারীদের শিক্ষা ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বুধবার নারী দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে এ কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা’। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হকসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপাচার্য বলেন, ‘নারীদের সমসুযোগ ও সমমর্যাদার ভিত্তিতে ক্ষমতায়ন তথা নারী-পুরুষের সম-অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। সমাজ এগিয়ে যাবে তখনই যখন নারী-পুরুষ সমানভাবে এগিয়ে যাবে। সমাজ ও দেশের উন্নয়নে নারীদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীদের শিক্ষা ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’ রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৭/ইয়ামিন/সাইফুল