জাতীয়

নারীর প্রতি সহিংসতা রোধে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে

নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর প্রতি সহিংসতা রোধে সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে পাঁচজন নারীকে ‘জয়িতা’ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট এবং ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী জানান, বিপদে পড়লে ১০৯ নম্বরে ফোন করে নারীরা সহায়তা নিতে পারবেন। তিনি আরো জানান, দরিদ্রতা বাল্যবিবাহের মূল কারণ। তাই বাল্যবিবাহ রোধে যে পরিকল্পনা সরকার হাতে নিতে যাচ্ছে তাতে আগামী দুই বছরে বাল্যবিবাহের হার অর্ধেকে নেমে আসবে। মেহের আফরোজ চুমকি বলেন, সুযোগ দিলে নারীরা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারেন। বিমানবাহিনী, সেনাবাহিনী থেকে খেলাধুলা- কোথায় নেই নারীরা? সবক্ষেত্রে নারীরা কাজ করছেন। ১৮টি ট্রেডে নারীদের প্রশিক্ষণ দিতে ২৫০ কোটি টাকার প্রকল্প একনেক সভায় ‍অনুমোদিত হয়েছৈ বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম ও ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন হান্টার। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন বলেন, আমাদের উদ্দেশ্য সব নারীর অধিকার প্রতিষ্ঠা করা। তাদের আয়-উপার্জনের ব্যবস্থা করা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য নিয়ে এসেছেন ‘জয়িতা’ প্রকল্প। এ বছর যারা ‘জয়িতা’ সম্মাননা পেয়েছেন তারা হলেন- শার্লী মেশৈপ্রু, হোসনে আরা, ফিরোজা বেগম, মর্জিনা বেগম, আরিফুল ইসলাম ময়ূরী। রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৭/সাওন/মুশফিক