জাতীয়

মোহাম্মদপুরে ডিএনসিসির জমি দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক : অবৈধ দখলমুক্ত হলো মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন তিন রাস্তার মোড়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৮ শতাংশ জমি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. মঞ্জুর-ই-মওলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে বুধবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযানে জায়গাটি অবৈধ দখলমুক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত এ সময় স্থায়ী এবং অস্থায়ী মিলে প্রায় ১০০ ঘরবাড়ি ও দোকানপাট অপসারণ করে। পাশাপাশি একটি ছয়তলা বাড়ির মালিককে তার ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার জন্য এক মাস সময় দেওয়া হয়। তিনি আরো জানান, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব এই উচ্ছেদ কর্মসূচি সমন্বয় করেন। এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৭/সাওন/মুশফিক