জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সেখানে পৌঁছালে তিন বাহিনীর একটি চৌকস দল তাদের গার্ড অব অনার দেয়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধ সাজানো হয়েছে। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে আওয়ামী লীগের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদনের পর সেখানে শিশু সমাবেশ, আলোচনা সভা, গ্রন্থমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আজ সরকারিভাবে জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৭ মার্চ ২০১৭/ইভা/এসএন