জাতীয়

বঙ্গবন্ধু ও শহীদ পরিবারের জন্য দোয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের জন্য দোয়া কামনা করে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি এহসানুল হক। এ সময় তিনি বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারসহ দেশের জন্য জীবনদানকারি বীরদের আত্মার মাগফিরাত কামনা করেন। বিশেষ করে, বঙ্গবন্ধুর যোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে জঙ্গি, সন্ত্রাস ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠন করতে পারেন, সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, এজন্য মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়। তা ছাড়া প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাতে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল হানিফ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, মসজিদ মার্কেটের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার প্রমুখ। এর আগে সকালে জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আইয়ুব খান। মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন মজুমদার, উপপরিচালক আনিছুর রহমান সরকার, উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক হারেস সিনহা ও সহকারি পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিনসহ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে দেশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় প্রাক্-প্রাথমিক, বয়স্ক ও সহজ কুরআন শিক্ষার মোট ৫৯ হাজার ৯৬৮টি কেন্দ্রে এবং ইসলামিক মিশনের আওতায় ১৯টি এবতেদায়ি  মাদরাসা ও ৩৯৫টি মক্তবসহ দেশে ৬০ হাজার ৩৮২ স্থানে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৭/নঈমুদ্দীন/সাইফ