জাতীয়

ডিএসসিসির ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ শুরু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চিহ্নিত ১০৯টি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন মেয়র সাঈদ খোকন। রোববার রাজধানীর ধলপুরে ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বাসা নির্মাণ প্রকল্পের অধীনে এ অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সাঈদ খোকন বলেন, সরকারি ও বেসরকারি এসব ভবন দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ এলাকার জনগণের জানমালের নিরাপত্তা জরুরি। তাই আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে বনলতা ও নিউ সুপার মাকেটসহ ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সে মোতাবেক কাজ আজ থেকে শুরু হলো। তিনি আরো বলেন, মেয়াদোত্তীর্ণ গণপরিবহন ও পুরান ঢাকার অবৈধ কেমিক্যাল গোডাউনের বিরুদ্ধে চলমান অভিযানও চলবে। রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৭/আশরাফ/এসএন