জাতীয়

‘শিগগিরই গঙ্গা ব্যারেজ নিয়ে সমঝোতা’

নিজস্ব প্রতিবেদক : গঙ্গা ব্যারেজ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে| শিগগিরই এ বিষয়ে একটি শান্তিপূর্ণ সমাধান হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। রোববার দুপরে জাতীয় প্রেসক্লাবে প্রিমিয়ার নিউজ সিন্ডিকেট লিমিটেড আয়োজিত ‘নদী বাঁচাও-দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘অনেকে প্রশ্ন করছে, কেন গঙ্গা ব্যারেজ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে? ভারত তো ফারাক্কা ব্যারেজ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি। যারা এই প্রশ্ন করছেন, আমি তাদের উদ্দেশে বলব, গঙ্গা ব্যারেজ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে জায়গা অধিগ্রহণের জন্য। ১৩ কিলোমিটার জায়গার অর্ধেক বাংলাদেশের আর অর্ধেক ভারতের। সেজন্যই জমি কিনতে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। অন্যদিকে ব্যারেজের এক চতুর্থাংশ পানি জমা হবে ভারতের জায়গায়। এ নিয়ে সমোঝতার জন্য তাদের সঙ্গে আলোচনা চলছে, অচিরেই একটি শান্তিপূর্ণ সমাধান আসবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ বিলিয়ন ডলার।’ গঙ্গা ব্যারেজ ছাড়া বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে বাঁচানো অসম্ভব, এ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘পানির নাব্যতা ছাড়া দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বেড়ে যাবে। আগে আমরা ভারতের পানি পাইতাম ৫৫ হাজার কিউসেক। কিন্তু এখন ২০ হাজার কিউসেকও পাওয়া যায় না। ওই অঞ্চলকে বাঁচাতে হলে আরো ২০ হাজার কিউসেক পানি গঙ্গা, মাথাভাঙ্গা, চন্দনা নদীতে ধরে রাখতে হবে।’ মতবিনিময় সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘নদী দখল হচ্ছে, নাব্যতা হারাচ্ছে। এর জন্য মানুষ দায়ী, মানুষের অসচেতনতা দায়ী। অতীতের কোনো সরকার নদী সংরক্ষণের জন্য কাজ করেনি। আমরাই বঙ্গবন্ধুর কেনা সাতটি ড্রেজার দিয়ে ড্রেজিং শুরু করি। ২০০৯ থেকে ২০১৩ সালে আমরা ১৪টি ড্রেজার সংগ্রহ করেছি। বেসরকারি খাতেও ৭০টি ড্রেজার সংগ্রহ করে নদী খননের বিপ্লব ঘটিয়েছি। আরো ১০টি ড্রেজারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।’ মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আশোক মাধব রায় প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৭/হাসিবুল/রফিক