জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেস্ট জয়ের আনন্দ ভাগাভাগি সেতুমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : শততম টেস্টে জয়ের আনন্দ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ভাগাভাগি করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশের ঐতিহাসিক জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে  প্রধানমন্ত্রীর মুঠোফোনে কথা বলে আনন্দের মুহূর্তটি ভাগাভাগি করেন তিনি। রোববার দুপুরে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের রেস্ট হাউজে তাঁতী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের ফুসরতে এই জয়ের আনন্দ শেয়ার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সূত্র জানায়, বাংলাদেশের ঐতিহাসিক জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ওবায়দুল কাদের হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এরপর সঙ্গে সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়ের খবরটি জানিয়ে অভিনন্দন জানান। ওবায়দুল কাদেরের সঙ্গে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হুমায়ুন। রোববার কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমের দল। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর চতুর্থ দল হিসেবে শততম টেস্ট জিতল বাংলাদেশ। রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৭/নৃপেন/সাইফ