জাতীয়

পানি পুনর্ব্যবহারের দাবি

নিজস্ব প্রতিবেদক : পানির অপচয় রোধ ও এর পুনর্ব্যবহারের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ কয়েকটি পরিবেশবাদী সংগঠন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব পানি দিবস-২০১৭ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান। বক্তারা বলেন, ‘দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী বর্জ্যপানির পরিমাণ বেড়েই চলেছে। পানি সংকট মোকাবিলায় বর্জ্যপানি ব্যবস্থাপনা করা যায়, যা উন্নত বিশ্বের অনেক দেশ করছে। পানির পুনর্ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে বিদ্যমান পানি সংকট ও অপচয় দেশে বহুলাংশে হ্রাস পাবে।’ এ সময় হাসনাত কাইয়ুম, শরীফ জামিল, সুদীপ্ত শর্মা, সুমন শামস, জোনাকি, জিল্লুর রহমান, হাসান ইউসুফ খান, মনোয়ার হোসেন রনিসহ পরিবেশবাদী সংগঠনের নেতৃবন্দ বক্তব্য রাখেন।

   

রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৭/আসাদ/হাসান/সাইফুল