জাতীয়

হকারদের সমস্যা : ২৯ মার্চ ফাইনাল খেলা!

নিজস্ব প্রতিবেদক : হকারদের বিদ্যমান সমস্যার সমাধান না হলে আগামী ২৯ মার্চ মহাসমাবেশের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র সাঈদ খোকনের সঙ্গে ফাইনাল খেলার হুমকি দিয়েছেন হকার নেতারা। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মেয়রকে স্মারকলিপি দেওয়ার পূর্বে এক সমাবেশে হকার নেতারা এ হুমকি দেন। হকার নেতারা জানান, অবিলম্বে হকারদের ওপর দমন নিপীড়ন-নির্যাতন বন্ধ এবং হকারদের বসার ব্যবস্থা করে প্রধানমন্ত্রী ও হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবিতে ডিএসসিসির মেয়র সাঈদ খোকনকে স্মারকলিপি দেবেন তারা। সমাবেশে বক্তারা বলেন, এই স্মারকলিপির মাধ্যমে যদি মেয়র আমাদের সমস্যার সমাধান না করেন তাহলে ২৯ মার্চ মহাসমাবেশের মাধ্যমে মেয়রের সঙ্গে হকারদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। হকার নেতারা আরো বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যদি দমনপীড়ন বন্ধ না করে, তাহলে হকাররা লাঠিয়াল বাহিনী গঠন করবে। মেয়র আমাদের কথা না রাখলে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন তাই করব। সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নসহ ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হকার্স সংগ্রাম পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

   

রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৭/হাসিবুল/সাইফুল/শাহনেওয়াজ