জাতীয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ হেল্পলাইনের নম্বর ১০৯

নিজস্ব প্রতিবেদক: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ হেল্পলাইনের আগের ১০৯২১ নম্বরটি পরিবর্তন করে ১০৯ করা হয়েছে। সহিংসতার শিকার নারী ও শিশু কিংবা তার পরিবর্তে কেউ দেশের যেকোনো স্থান থেকে যেকোনো সময় ১০৯ নম্বরে ফোন করে বিনামূল্যে এ সম্পর্কিত সেবা গ্রহণ করতে পারবেন। হেল্পলাইনের আগের নম্বরটি পাঁচ ডিজিটে হওয়ায় তা অনেকেই সহজে স্মরণ রাখতে পারতেন না। তাই নম্বর পরিবর্তন করে তিন ডিজিট করা হয়েছে।     নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, যৌন হয়রানি প্রতিরোধ, নির্যাতনের শিকার নারী ও শিশুকে উদ্ধারের ক্ষেত্রে এ হেল্পলাইন কার্যকরী ভূমিকা পালন করে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৭/আসাদ/হাসান/রফিক