জাতীয়

‘স্বেচ্ছায় রক্তদানে সীমাহীন আনন্দ পাওয়া যায়’

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. গওহর রিজভী বলেছেন, ‘নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সীমাহীন আনন্দ পাওয়া যায়, যা অন্যসব সাধারণ কাজে খুব একটা পাওয়া যায় না।’ শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গওহর রিজভী বলেন, ‘বৈষয়িক কাজে আনন্দের একটা সীমা আছে। কিন্তু আমরা যখন নিজেকে ছেড়ে অন্যের কল্যাণে, মানুষের কল্যাণে এগিয়ে যাই, সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তখনই আমরা সীমাহীন আনন্দ পাই। আর স্বেচ্ছায় রক্তদাতারা নিয়মিত রক্তদানের মাধ্যমে সে আনন্দ অনুভব করতে পারেন।’ বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘রক্তের কোনো বিকল্প নেই। তাই আমাদের সবার মধ্যে রক্তদানের মানসিকতা তৈরি করতে হবে।’ ১০ বার রক্তদানের মাধ্যমে সিলভার ক্লাব এবং ২৫ বার রক্তদানের মাধ্যমে গোল্ডেন ক্লাবের সদস্য পদ লাভ করেছেন এমন ১৮৩ জন রক্তদাতাকে অনুষ্ঠানে ক্রেস্ট, মেডেল ও সনদ দেওয়া হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৭/নূর/রফিক