জাতীয়

মুক্তিযোদ্ধা কোটাবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা কোটাবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়া আহ্বান জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সরকারি কোটা থাকলেও এই কোটায় যোগ্যতার কথা বলে অনেককে বঞ্চিত করা হচ্ছে। সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিক পরীক্ষা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। একজন মুক্তিযোদ্ধার সন্তান প্রিলিমিনারি, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তার আর কি যোগতার প্রমাণ দিতে হবে? আসলে এটা মুক্তিযোদ্ধা কোটা বন্ধ করে দেওয়ার একটি ষড়যন্ত্র। মৌখিক পরীক্ষা কখনোই যোগ্যতার মানদণ্ড হতে পারে না।’ তারা আরো বলেন, ‘পিএসসি থেকে বলা হয়, মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া যায় না। অথচ এখনো লাখ লাখ মুক্তিযোদ্ধার সন্তান বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন।’ আয়োজক সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ড. কাজী সাইফুদ্দীন, জোবায়দা হক, কেন্দ্রীয় সদস্য ইমরান আহমেদ প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৭/নূর/রফিক