জাতীয়

জঙ্গি নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে রয়েছে

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন জঙ্গি নির্মূল হয়নি, তবে নিয়ন্ত্রণে রয়েছে। রোববার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি সবসময় বলে এসেছি জঙ্গি নির্মূল হয়নি তবে নিয়ন্ত্রণে রয়েছে। ষড়যন্ত্রকারীরা সুযোগ পেলেই ষড়যন্ত্র করছে, তারা এখনও সক্রিয় রয়েছে। তবে জনগণ যেহেতু জঙ্গিবাদকে সমর্থন করে না, সেহেতু তারা টিকতে পারবে না।’ সারা বাংলাদেশ চষে বেড়িয়েও দেশের কোথাও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) শনাক্ত করার সৌভাগ্য হয়নি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে আইএস থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের গোয়েন্দারা দেশের বিভিন্ন প্রান্ত চষে বেড়িয়েছি। আইএস পাননি। আমরা যদি আইএস শনাক্ত করতে পারতাম তাহলে ব্যবস্থা নিতাম।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোয়েন্দারা বাড়িটি চিহ্নিত করতে পেরেছে বলেই অভিযান চালানো সম্ভব হচ্ছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেদের জীবনের তোয়াক্কা না করে দায়িত্ব পালন করে যাচ্ছেন।’ রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৭/নূর/ইভা