জাতীয়

এবার ডাস্টবিন থেকে ভ্রুণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : এবার ঢাকার পল্লবী থানা এলাকার মিরপুর ১৩ নম্বরের একটি ডাস্টবিন থেকে আনুমানিক চার মাস বয়সী ভ্রুণ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে মিরপুর ১৩ নম্বরের ৪ নম্বর রোডের ডাস্টবিন থেকে পুলিশ ওই ভ্রুণ উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। পল্লবী থানার উপপরিদর্শক আবু হান্নান জানান, যাকে উদ্ধার করা হয়েছে তার লিঙ্গ এখনও স্পষ্ট হয়নি। তা ছাড়া চোখও নেই। শরীরে মাংস গ্রো হচ্ছে। বলতে গেলে এখনও ওর শারিরিক কাঠামোই তৈরি হয়নি। আমরা ভোরে উদ্ধার করে ঢামেকে পাঠিয়েছি। তিনি বলেন, আমাদের ধারণা কেউ গর্ভপাত ঘটিয়ে এটি ডাস্টবিনে ফেলে গেছে। প্রসঙ্গত, গত ১১ মার্চ রাজধানীর শাহআলী থানা এলাকার বেড়িবাঁধ থেকে এক নবজাতককে পুলিশের সহায়তায় উদ্ধার করেন স্থানীয় পল্লব নামের এক ব্যক্তি। তাকে এখন ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৭/নূর/সাইফ