জাতীয়

‘একদিনের বাঁশি বাজানোয় দেশ স্বাধীন হয় না’

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ঘোষক বিতর্কে বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একদিনের বাঁশি বাজানোয় একটি দেশ স্বাধীন হয় না। পৃথিবীর কোথাও এমন ইতিহাস নেই।’ সোমবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা স্বাধীনতার ঘোষণা নিয়ে অনেক কথা বলে বেড়াচ্ছেন, আমি তাদের কারো নাম বলতে চাই না। কে ঘোষণা দিল আর কে ঘোষণা দিল না, এটা নিয়ে আলোচনার দরকারও নাই। স্বাধীনতার ঘোষণা নিয়ে হাইকোর্ট রায় দিয়েছে।’ যৌথভাবে সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৭/নৃপেন/রফিক