জাতীয়

মাদক সংশ্লিষ্টতায় পুলিশ সদস্যের চাকরি যাবে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ডিএমপিতে কর্মরত কোনো পুলিশ সদস্যের মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তি হিসেবে চাকরিচ্যুত করা হবে। মঙ্গলবার রাত ৮টায় ডিএমপির ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফেসবুক লাইভে এক ব্যক্তি প্রশ্ন করেন, মাদক ব্যবসার সঙ্গে পুলিশ জড়িত থাকলে কী ব্যবস্থা নেওয়া হবে? জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, মাদক নিয়ন্ত্রণে আমরা অনেক কঠোর হয়েছি। এ অবস্থায় যদি কোনো পুলিশ সদস্য মাদক ব্যবসাকে সমর্থন করেন বা এর সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে চাকরিচ্যুত করা হবে। তিনি বলেন, ডিএমপির সব থানায় মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যব্স্থা নেওয়া হচ্ছে। সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ কমে গেছে। এ কারণে আমাদের সন্তানরা মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তাই আমাদের মূল্যবোধ বাড়াতে হবে। পাশাপাশি মাদকের চাহিদা যেন তৈরি না হয় সে দিকে লক্ষ রাখতে হবে। রাইজিংবিডি/ঢাকা/২৮ মার্চ ২০১৭/নূর/মুশফিক