জাতীয়

কবি হাসানআল আব্দুল্লাহর ৫০তম জন্মজয়ন্তী বুধবার

নিজস্ব প্রতিবেদক : কবি হাসানআল আব্দুল্লাহর ৫০তম জন্মজয়ন্তী বুধবার। জন্মজয়ন্তী উপলক্ষে ওই দিন বিকেল ৫টায় রাজধানীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ষষ্ঠ তলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নির্মলেন্দু গুণ। জন্মজয়ন্তী উদযাপন পরিষদের সমন্বয়কারী রনি অধিকারী এসব তথ্য জানিয়েছেন। হোমার কবিতা পুরস্কারে ভূষিত নিউ ইয়র্কে বসবাসকারী হাসানআল আব্দুল্লাহ নব্বই দশকের প্রধান কবিদের মধ্যে অন্যতম। গদ্য-পদ্য মিলে তার গ্রন্থের সংখ্যা ৩৭। তিনি নতুন ধারার সনেটের প্রবর্তক। মানুষ ও মহাবিশ্বের চলমানতা নিয়ে লিখেছন মহাকাব্য ‘নক্ষত্র ও মানুষের প্রচ্ছদ’। স্বতন্ত্র সনেট, আঁধারের সমান বয়স, এক পশলা সময়, শীত শুকানো রোদ, ও ক্যাফের কবিতা ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ। তিনি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত আন্তর্জাতিক দ্বিভাষিক কবিতা পত্রিকা 'শব্দগুচ্ছ' সম্পাদক ও গণিতের শিক্ষক। এ পর্যন্ত সাতটি ভাষায় অনূদিত হয়েছে তার কবিতা। রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৭/সাইফ/রফিক