জাতীয়

দেশে ২৬ লাখ বেকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বর্তমানে বেকার লোকের সংখ্যা ২৬ লাখ। শ্রমশক্তি জরিপে এ চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তবে এতে শিক্ষিত এবং অশিক্ষিত বেকারের সংখ্যা কত তা জানানো হয়নি। মঙ্গলবার এই জরিপ সংক্রান্ত এক কর্মশালা হয়। কর্মশালায় এসব বিষয় তুলে ধরেন প্রকল্প পরিচালক কবীর হোসেন। তিনি বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে জরিপের ফল প্রকাশ করবে সংস্থাটি। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে এ কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার মহাপরিচালক আমীর হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক, অতিরিক্ত সচিব এ বি এম জাকির হোসেন, বিবিএসের অতিরিক্ত মহাপরিচালক বাইতুল আমীন ভু্ই্য়াঁ, ইন্ড্রাস্ট্রি অ্যান্ড লেবার উইংয়ের পরিচালক ঘোষ সুব্রত প্রমুখ। কর্মশালায় কবীর হোসেন জানান, বর্তমানে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা ১০ কোটি ৬০ লাখ। জরিপ থেকে পাওয়া তথ্য তুলে ধরে তিনি আরো জানান, বর্তমানে কৃষি খাতে শ্রমিকের সংখ্যা কমছে। এসব শ্রমিক চলে যাচ্ছে শিল্পে। আবার শিল্প থেকে চলে যাচ্ছে সেবা খাতে। রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৭/হাসান/রফিক