জাতীয়

তরুণ লেখক পরিষদের কাউন্সিল শুক্রবার, ভোট এসএমএসে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ তরুণ লেখক পরিষদের তৃতীয় কাউন্সিল অধিবেশন হবে আগামীকাল শুক্রবার। পরিষদের নির্বাচনে ভোটাররা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ভোট দিতে পারবেন। বৃহস্পতিবার লেখক পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লেখক পরিষদের উপদেষ্টাদের নিয়ে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন- পরিষদের প্রধান উপদেষ্টা সব্বাহ্ আলী খান কলিন্স, কামাল শাহরিয়ার ও মাসুক মুরাদ। নির্বাচনে সভাপতি পদপ্রার্থী- আশিকুল কায়েস, সেলিম হোসেন ও নাজমুল হাসান তুহিন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী- হাসানুজ্জামান হাসান, উম্মে হানি মেঘলা ও শাহজাহান। সাংগঠনিক কাঠামোর ওপর ভিত্তি করে মাগুরা, যশোর, পাবনা ও ঢাকা জেলার মোট ১৪১ জন ভোটার নিয়ে নির্বাচন হবে। ইতিমধ্যে তিনটি জেলায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। আগামীকাল শুক্রবার ঢাকা জেলার ভোটাররা এসএমএসের মাধ্যমে ভোট দেবেন। ঢাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭২ জন ভোটার আছেন। ভোট দেওয়ার নিয়ম : ভোটারদের নির্দিষ্ট মোবাইল থেকে সভাপতিকে ভোট দিতে ইংরেজিতে ‘পি’ লিখে (=) চিহ্ন দিয়ে একজন সভাপতি প্রার্থীর নাম লিখতে হবে। সাধারণ সম্পাদককে ভোট দিতে ‘এস’ লিখে (=) চিহ্ন দিয়ে একজন সাধারণ সম্পাদক প্রার্থীর নাম লিখতে হবে। এরপর ভোটারের নাম লিখে ০১৯১৫-৫৬৪৮৪৮ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। যেমন: (P=Abdul Haq Md. Selim)। নির্বাচন হবে শহীদ রাসেল স্মৃতি পাঠাগারে (৩১/এফ তোপখানা রোড, ঢাকা-১০০০)। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। বিকেল সাড়ে ৪টায় পরিষদের প্রধান উপদেষ্টা ফলাফল ঘোষণা করবেন। রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৭/এসটি/হাসান/রফিক