জাতীয়

সকালের রাজধানীতে রাতের অন্ধকার, ঝোড়ো বৃষ্টি

ডেস্ক রিপোর্ট : সোমবার সকাল থেকে রাজধানীর আকাশে ছিল মেঘের ঘনঘটা। সকাল ৮টার দিকে পুরো অন্ধকারে ছেয়ে যায়। মনে হয় যেন রাত নেমেছ আসছে। তখন অল্প বৃষ্টিও হয়। এরপর আবার রোদ দেখা দেয়। একটু পর আবারো কালো মেঘ দেখা যায়। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে অন্ধকারে ঢেকে যায় রাজধানী। মেঘের গর্জন ও ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি।  আকস্মিক ঝড়ে থমকে যায় নগরবাসী। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। রাস্তায় গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। ঢাকা যেন পরিণত হয় এক ভুতুড়ে শহরে। বাণিজ্যিক এলাকা মতিঝিলসহ বিভিন্ন এলাকা পুরো অন্ধকারে নিমজ্জিত হয়। দুইশ’ গজ দূরে কাউকে দেখা যাচ্ছিল না। ঢাকা ও তার আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আকাশ মেঘলা এবং অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির কথা বলা হয়েছে।

রোববার বিকেল থেকে ঝোড়ো ও দমকা হাওয়া রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলার ওপর দিয়ে বয়ে গেছে। মেঘের স্তর নিচে নেমে আসায় ঢাকার আকাশে ধোঁয়াশা ভাব লক্ষ্য করা যায়। আজ সকালে একই রকম অবস্থা দেখা যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গপোসাগর পর্যন্ত বিস্তৃত। সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ঝোড়ো হাওয়ায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/উজ্জল/সাইফুল