জাতীয়

‘জুন-জুলাইয়ের পর শান্তিনগরে দুর্ভোগ থাকবে না’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আগামী জুন ও জুলাইয়ের পর রাজধানীর শান্তিনগর ও আশেপাশে এলাকায় জলাবদ্ধতাসহ কোনো দুর্ভোগ থাকবে না। সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  শান্তিনগরসহ পাশ্ববর্তী এলাকায় আগের চেয়ে ৮৫ ভাগ জলাবদ্ধতা কমেছে জানিয়ে তিনি বলেন, আগামী জুন ও জুলাইয়ের মধ্যে শান্তিনগরে ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হবে। এরপর অত্র এলাকায় আর কোনো দুর্ভোগ থাকবে না। তিনি আরো বলেন, ডিএসসিসির উন্নয়ন কাজের ফলে গত বছরের চেয়ে এ বছর জলাবদ্ধতা অনেক কম। পুরো কাজ বাস্তবায়ন হলে রাজধানীতে আর জলাবদ্ধতা থাকবে না। মেয়র বলেন, রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কয়েক হাজার কর্মচারী দিয়ে দুই-তিন কোটি মানুষের শহরকে পরিস্কার রাখা সম্ভব নয়। তাই হাতে হাত মিলিয়ে প্রতিটি নাগরিককে একেকজন মেয়রের ভূমিকায় কাজ করার আহ্বান জানান তিনি।  এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান প্রকৌশলী ফরাজী সাহাবুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/আসাদ/হাসান/সাইফ