জাতীয়

প্রধানমন্ত্রীর ভুটান সফর মন্ত্রিসভায় অবহিতকরণ

সচিবালয় প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সফর সম্পর্কে অবহিত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ভুটানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে যান এবং দেশটির রাজধানী থিম্পুতে একটি অটিজম কনফারেন্সে বক্তৃতা দেন। প্রধানমন্ত্রীর এ সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অংশ হিসেবে কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সংস্কৃতিবিষয়ক এসব চুক্তি ও স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে তিনটি সমঝোতা স্মারক এবং দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর ২৫ মার্চ কালরাতের গণহত্যার বিষয়টি উল্লেখ করে গণহত্যা দিবস বাংলাদেশে পালনের যে প্রস্তাব জাতীয় সংসদ গ্রহণ করেছে সে বিষয়ে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগ সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/আসাদ/হাসান/সাইফ