জাতীয়

সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের মেয়াদ বাড়ল

সচিবালয় প্রতিবেদক : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আবদুচ ছালামের মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আফসারী খানম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এ নিয়ে তার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ পঞ্চমবারের মত বাড়িয়েছে সরকার। আট বছর ধরে তিনি এ পদে রয়েছেন। সিডিএ চেয়ারম্যানের পাশাপাশি নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষও ছালাম। ছালামের পদের মেয়াদ শেষ হয় ২৩ এপ্রিল। পরদিন সোমবার জারি হওয়া প্রজ্ঞাপনে তাকে ওইদিন থেকেই আবার নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালামের চুক্তির মেয়াদ পূর্বের ধারাবাহিকতায় ২৩ এপ্রিল ২০১৭ থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বাড়ানো হল।’ এতে আরো বলা হয়, ‘এ চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে পূর্বের চুক্তির শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তি সম্পাদন করতে হবে।’ ২০০৯ সালের ২৩ এপ্রিল প্রথমবারের মতো সিডিএ চেয়ারম্যান পদে আসেন ছালাম। তিনিই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া প্রথম রাজনৈতিক ব্যক্তি। রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/হাসান/সাইফ