জাতীয়

‘রাজধানীতে জলাবদ্ধতার জন্য ঢাকা ওয়াসা দায়ী’

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জলাবদ্ধতার জন্য ঢাকা ওয়াসা দায়ী বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ডিবেটিং সোসাইটি আয়োজিত পাঁচ দিনব্যাপী ঢাকা উৎসব-২০১৭ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ (ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি) দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছে না। এ জন্য নগরীর মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওয়াসাকে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা কিংবা ঢেলে সাজানো উচিত।’ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাইকেল লেন নির্মাণের আশ্বাস দিয়ে মেয়র বলেন, ‘পর্যায়ক্রমে রাজধানীর সব সড়কে এই সাইকেল লেন নির্মাণ করা হবে।’ তিনি আরো বলেন, ‘ডিএসসিসির উন্নয়ন কাজের ফলে বিগত বছরের চেয়ে এ বছর জলাবদ্ধতা অনেক কম। ডিএসসিসি যে পরিকল্পনা গ্রহণ করেছে সেগুলো বাস্তবায়ন হলে রাজধানীতে আর জলাবদ্ধতা থাকবে না।’ মেয়র বলেন, ‘রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কয়েক হাজার কর্মচারী দিয়ে দুই-তিন কোটি মানুষের শহরকে পরিষ্কার রাখা সম্ভব নয়।’ তাই হাতে হাত মিলিয়ে প্রতিটি নাগরিককে একেকজন মেয়রের ভূমিকায় কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত ঢাকা উৎসব চলবে। রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৭/আসাদ/হাসান/সাইফুল