জাতীয়

বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে শিল্প মন্ত্রণালয়, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এবং ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন অব বাংলাদেশ  (আইপিএবি)। বুধবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবন থেকে শোভাযাত্রাটি  শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় ডিপিডিটির রেজিস্ট্রার মো. সানোয়ার হোসেন, আইপিএবির মহাপরিচালক মো. আজিজুর রহমানসহ শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সেক্টর-করপোরেশন ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিপিডিটি, আইপিএবির সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, সৃজনশীল উদ্ভাবনকে কাজে লাগাতে হলে মেধাসম্পদ বিষয়ক জনসচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি মেধাসম্পদের সুরক্ষা ও সংরক্ষণে তরুণদের উদ্বুদ্ধ করতে হবে। জ্ঞানভিত্তিক অর্থনীতি বিনির্মাণে বর্তমান সরকার মেধাসম্পদের বিকাশে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত এ শোভাযাত্রাটি জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৭/নাসির/উজ্জল