জাতীয়

জিডিপি বাড়াতে সমুদ্রসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

নিজস্ব প্রতিবেদক : পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে আমাদের জিডিপির প্রবৃদ্ধির হার ৭ থেকে ৮ শতাংশ উন্নীত করতে হবে এবং এ ক্ষেত্রে আমাদের সমুদ্রসম্পদ  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টা ও কার্যকর উদ্যোগ গ্রহণের ফলে বাংলাদেশ বঙ্গোপসাগরে নতুন সমুদ্রসীমা অর্জন করতে পেয়েছে এবং সময়ে এসেছে এ সমুদ্রসীমার কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে এর সুফল ভোগ করার। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে সংগঠনটি আয়োজিত ব্লু ইকোনোমি নতুন দিগন্ত, নতুন সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। সমুদ্রসীমা সম্ভাবনাময় খাতকে কাজে লাগানোর জন্য অগ্রাধিকারের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করতে হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি ভারতের চেরাপুঞ্জিতে ১১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়, ফলে সুনামগঞ্জ ও তার আশেপাশের নদীগুলোর পানির উচ্চতা দাঁড়ায় ৭ দশমিক ১৭ মিটার। এ কারণে সেখানকার মানুষ  অপ্রত্যাশিত দুর্যোগের মুখোমুখি হয়েছেন। এ ছাড়া হাওর এলাকার বন্যার কারণে বিপুলসংখ্যক মানুষ বিপদগ্রস্ত হয়েছে। তাদের পাশ দাঁড়াতে হবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশকে প্রায়ই অগ্রীম বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে এবং এ সমস্যা মোকাবিলায় স্বল্প সময়ে ধানসহ অন্যান্য ফসল ফলানোর পদ্ধতি খুজেঁ বের করার জন্য কৃষি গবেষকদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় দেশের সমুদ্রসম্পদ আহরণ ও যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে ন্যাশনাল ব্লু ওশান ইকোনোমি ডেভেলপমেন্ট পলিসি প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খান। এ সময় তিনি সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় আরো বাড়ানোর ওপর জোরারোপ করেন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত থাইল্যান্ডের রাষ্টদূত পানপিমুন সোয়ানাপুনসে, মালয়েশিয়ার হাইকমিশনার নূর আসহিকিন বিনতে মোহা তাইয়িব, ডিসিসিআই এর সমন্বয়কারী পরিচালক ইঞ্জিনিয়ার আকবর হাকিম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সাইন্স অ্যান্ড ফিশারিজ এর অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী, ব্লু ইকোনোমি সেলের অতিরিক্ত সচিব গোলাম সফিউদ্দিন প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৭/নাসির/সাইফ