জাতীয়

আন্তর্জাতিক গ্রন্থ ও কপিরাইট দিবস উপলক্ষে বইমেলা

সাংস্কৃতিক প্রতিবেদক : জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় আন্তর্জাতিক গ্রন্থ ও কপিরাইট দিবস উপলক্ষে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। মেলাটির আয়োজন করেছে জাতীয় গ্রন্থ কেন্দ্র, সহযোগিতা করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। মেলার পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আজ এবং আগামীকাল মেলা শুরু হবে সকাল ১১টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। বৃহস্পতিবার বিকেল ৫টায় এই মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. নজরুল ইসলাম, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তার বক্তৃতায় বইমেলার বিভিন্ন উপকারি দিক তুলে ধরেন এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের এমন আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রসঙ্গত, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ৫ থেকে ১২ মে বরিশালে এবং ১৪ থেকে ২০ মে রাজশাহীতে বইমেলা অনুষ্ঠিত হবে। রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৭/অহ/উজ্জল