জাতীয়

মে দিবসে কাজী আশরাফের একক আবৃত্তি সন্ধ্যা

ডেস্ক রিপোর্ট : মহান মে দিবসে আগামী সোমবার কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনীতে কাজী আশরাফের একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রামু শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেছে।   এ ছাড়া ওই দিন অনুষ্ঠানের প্রথম পর্বে  বিকেল ৩টায় র‌্যালি, উদীচী শিল্পীগোষ্ঠীর দলীয় পরিবেশনা ও মে দিবসের আলোচনা অনুষ্ঠিত হবে।  সন্ধ্যায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শ্রমজীবী মানুষের মুক্তি সংগ্রামের কবিতা ও দেশের কবিতা নিয়ে মঞ্চে উঠবেন আবৃত্তি শিল্পী কাজী আশরাফ। এ প্রসঙ্গে উদীচী রামু শাখা সংসদের সাধারণ সম্পাদক তাপস মল্লিক বলেন, ‘এবারের মে দিবসের অনুষ্ঠানে সাংবাদিক ও গবেষক দীপংকর গৌতমের উপস্থিতি এবং কাজী আশরাফের আবৃত্তি আমাদের অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা যোগ করেছে। কাজী আশরাফ থিয়েটার ও টিভি নাটকের পাশাপাশি কবিতা আবৃত্তি করেন। তিনি আবৃত্তি সংগঠন ‘কণ্ঠস্বর’ ঢাকার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৭/উজ্জল