জাতীয়

রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে ব্যবসায়ীরা কথা দিয়েছেন। তারা ১৬ কোটি মানুষের পাশে থেকে সেবা করবেন। রোববার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবি সারা দেশ থেকে চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় পণ্য সংরক্ষণ করেছে। রমজানে সরবরাহে কোনো সমস্যা হবে না। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না। তিনি আরো বলেন, আসন্ন রমজান উপলক্ষে সয়াবিন তেল, ডাল, চিনিসহ সব পণ্যের মজুদ যথেষ্ট রয়েছে। কোনো পণ্যের সংকট কিংবা সরবরাহের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ব্যবসায়ীরা আমাকে আশ্বাস দিয়েছেন, তারা  দাম বাড়বে না। তোফায়েল আহমেদ বলেন, টিসিবির মাধ্যমে সারা দেশে পণ্য সরবরাহ সম্ভব নয়। টিসিবি হচ্ছে আপদকালীন মজুদের জন্য, যাতে বাজারে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে। তিনি বলেন, এবার টিসিবি ডাল ও ছোলা অস্ট্রেলিয়া থেকে আমদানি করেছে। রমজানে সাধারণ মানুষের জন্য স্বল্প মূল্যে পণ্য দিতে কয়েক কোটি টাকা ভর্তুকি দিবে টিসিবি বলে জানান তিনি। তিনি আরো বলেন, সারা দেশে সর্বমোট ১৮৫টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে থাকবে ১০টি, অন্য বিভাগীয় শহরে ৫টি করে এবং অন্য জেলা শহরগুলোতে ২টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে। হাওর অঞ্চলে বন্যার কারণে চালের সরবরাহে কোনো ঘাটতি পড়বে না জানিয়ে তিনি বলেন, আড়তদাররা কারসাজি করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।   এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হক, অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম, টিসিবির চেয়ারম্যান ব্রি. জে. সালেহ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর, বিভিন্ন বিভাগের প্রধান, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, টিকে গ্রুপের জেনারেল ম্যানেজার শফিউল আক্তার তাসলিম, এস আলম গ্রুপের সিনিয়র মহাব্যবস্থাপক কাজী সালাহউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৭/আসাদ/নঈমুদ্দীন/সাইফ