জাতীয়

বাংলা একাডেমির কর্মীকে আর্থিক সহায়তা

সচিবালয় প্রতিবেদক : বাংলা একাডেমি প্রেসের অপারেটর আব্দুর রহমানকে তার পারিবারিক খরচ নির্বাহের জন্য দুই লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। সোমবার সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তার অফিস কক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আব্দুর রহমানের হাতে চেক হস্তান্তর করেন। এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খান, বাংলা একাডেমির সচিব মো. আনোয়ার হোসেন এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল মান্নান ইলিয়াস উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আব্দুর রহমান ২০১৬ সালের ১ নভেম্বর একাডেমির প্রেসে দায়িত্ব পালনরত অবস্থায় দুর্ঘটনায় ডান হাতের মাঝের তিনটি আঙ্গুল হারান। কোমরসহ শরীরের অন্যান্য স্থানেও আঘাতপ্রাপ্ত হন। আব্দুর রহমান ২০০৫ সালে বাংলা একাডেমিতে মেশিন অপারেটর পদে যোগদান করেন। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া ইউনিয়নের কাচপাই গ্রামে। তিনি বিবাহিত ও দুই কন্যার জনক। রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৭/হাসান/মুশফিক