জাতীয়

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি

নিজস্ব প্রতিবেদক : চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছরে উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানায় সংগঠনটি। সংগঠনটির সাধারণ সম্পাদক সবুজ ভূঁইয়া বলেন, উন্নত বিশ্বে কোথাও চাকরিতে প্রবেশের বয়স ৩০ নেই। তাদের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা প্রয়োজন। তিনি বলেন, উন্নত বিশ্বকে আমরা অনুসরণ করে শিক্ষা, চিকিৎসা, কৃষি, তথ্যপ্রযুক্তি, জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছি। তদ্রুপ চাকরিতে প্রবেশের ক্ষেত্রে উন্নত বিশ্বকে অনুসরণ করে দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করতে পারি। তিনি আরও বলেন, ভারতে চাকরিতে প্রবেশের বয়স ৩৯, শ্রীলংকায় ৪৫, মালয়েশিয়ায় ৩৫, ইন্দোনেশিয়া ৪৫, সিঙ্গাপুরে ৪০, সুইডেনে ৪৭, ফ্রান্সে ৪০, কাতারে ৩৫, যুক্তরাষ্ট্রে ৫৯, কানাডায় ৫৯। এছাড়াও বিভিন্ন দেশে চাকরিতে প্রবেশের কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই। মানববন্ধনে পরিষদের সংগঠনের দপ্তর সম্পাদক আলী রেজা রাজু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান মোল্লা, ঢাকা কলেজের ছাত্র সেলিম হোসেন, তিতুমীর কলেজের ছাত্রী কলি দাস, হারুন অর রশিদ, সুমি আক্তারসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৭/মামুন খান/মুশফিক