জাতীয়

শ্যামল কান্তির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ। একই সঙ্গে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।  সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র বলেন, ‘শুধু নারায়ণগঞ্জের শ্যামল কান্তি নয়, সারা দেশ আজ হিন্দুদের নির্যাতন করা হচ্ছে। আমরা এ সব ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং শ্যামল কান্তির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’ তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনকারীরা চিহ্নিত। তারা দেশে প্রকাশ্যে চলাফেরা করছে। অথচ সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে তারা হিন্দু সম্প্রদায়কে নির্যাতন করতে আরো উৎসাহিত হচ্ছে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, সংগঠনের সভাপতি দীপংকর শিকদার দীপু, ন্যাশন্যাল কংগ্রেসের সভাপতি কাজী ছাবের আহমেদ, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বাংলাদেশ স্বয়ংসেবক ছাত্রসংঘের প্রধান সমন্বয়ক পলাশ মণ্ডল, হিন্দু পরিষদের প্রধান সমন্বয়ক সুবীর কান্তি শাহা, সাংগঠনিক সম্পাদক মণি দাশগুপ্ত প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৭/নূর/উজ্জল