জাতীয়

সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে ভাস্কর্য পুনঃস্থাপন

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে সরিয়ে নেওয়া ভাস্কর্যটি অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হয়েছে। গ্রিক দেবীর আদলে গড়া ভাস্কর্যটি শনিবার রাত ১টার দিকে ভাস্কর মৃণাল হকের তত্ত্বাবধানে পুনঃস্থাপনের কাজ শেষ হয়। এর আগে হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের অব্যাহত দাবির মুখে জাতীয় ঈদগাঁহ সংলগ্ন সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে ভাস্কর্যটি গত ২৬ মে মধ্যরাতে সরানো হয়। ভাস্কর্যটির নির্মাতা ভাস্কর মৃণাল হক ঘটনাস্থলে উপস্থিত থেকে যত্ম করে সরানোর কাজ তত্ত্বাবধান করেন। এ সময় সুপ্রিম কোর্ট চত্বর ও এর আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ভাস্কর্যটি সরানোর বিষয়ে বলেছিলেন,  ‘প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকেছিলেন এবং ভাস্কর্যটি সরানোর বিষয়ে মতামত নিয়েছিলেন। এ সময় সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। তারা যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য ভাস্কর্যটি এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য মত দিয়েছিলেন।’ গত বছরের শেষ দিকে এ ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বসানো হয়।

   

রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৭/মেহেদী/উজ্জল/শাহনেওয়াজ