জাতীয়

‘৫ জানুয়ারির মতো বয়কট করা নির্বাচন কেউ চায় না’

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির মতো বয়কট করা নির্বাচন কেউ দেখতে চায় না।’ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশন সচিব। বৈঠকের পরে মার্শিয়া বার্নিকাট সাংবাদিকদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী। এজন্য যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে চায়। তিনি আরো বলেন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে সব দলের অংশগ্রহণ প্রয়োজন। সবাই যেন নির্বাচনে প্রার্থী দিতে পারে এবং তারা সুচারুভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারে। আগামী নির্বাচনে যেন সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে, সেজন্য সবার চেষ্টা থাকবে। তিনি আরো বলেন, বড় দলের অংশগ্রহণ না থাকলে ভোটে সহিংসতা হয়। যুক্তরাষ্ট্র বলেছে, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, যাতে সহিংসতা না হয়। সিইসিও বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ এগোচ্ছে। নির্বাচন কমিশন সচিব জানান, সৌজন্য সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত বিগত নির্বাচনের অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ, তাদের প্রত্যাশা ও সহযোগিতার কথা তুলে ধরেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটে বড় দল অংশ না নেওয়ায় সবার কাছে গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে জানান সচিব। নির্বাচন কমিশন সচিব বলেন, সবাইকে মাঠে নামানোটাই বড় চ্যালেঞ্জ। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরাও উদ্যোগ নিচ্ছি। দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে এর কাজ শুরু হবে। সবাইকে ভোটে আনতে হবে এবং অংশগ্রহণমূলক নির্বাচন হলেই গ্রহণযোগ্যতা পাবে। রাইজিংবিডি/ঢাকা/৩১ মে ২০১৭/হাসিবুল/রফিক