জাতীয়

পরিসংখ্যান ব্যুরোর সক্ষমতা বাড়াতে সহায়তা করবে সুইডেন

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দক্ষতা ও সক্ষমতা বাড়াতে সহায়তা করবে সুইডেন। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকে এ কথা জানান। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী জুন মাসের মাঝামাঝি সুইডেন সফর করবেন। সে সময় দুই দেশের সম্পর্ক আরো অগ্রগতি হবে। তিনি বলেন, সুইডেন বিবিএস এর ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের মাধ্যমে সহায়তা করতে আগ্রহী। সুইডেনের পরিসংখ্যান বিভাগ অনেক উন্নত, তারাও সহায়তা করবে। রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল বলেন, কারিগরি সহায়তা দিতে সুইডেন ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে। শিগগিরই সুইডেনের একটি কারিগরি দল বাংলাদেশে আসবেন যারা সহায়তা বিভিন্ন দিক খুঁজে দেখবেন। বাংলাদেশে সহায়তার ধরণ কী হবে এবং বিবিএস এর কোন কোন শাখায় কী ধরনের সহায়তা প্রয়োজন সেটি জানার পর সহায়তার আকার সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘ ৪৫ বছর ধরে সুইডেন উন্নয়ন অংশীদারি হয়ে কাজ করে যাচ্ছে। পরিবেশ, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন খাতে সুইডেন সহায়তা দিয়ে যাচ্ছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ মে ২০১৭/হাসিবুল/সাইফ