জাতীয়

কাল সারা দেশে মানববন্ধন করবেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ডাকে আগামীকাল ১১ জুন সারা দেশে ঘণ্টাব্যাপী মানববন্ধন করবেন চিকিৎসকরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে প্রত্যেক চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের সামনে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এ মানববন্ধন হবে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক নির্যাতন ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ওপর দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে এবং চিকিৎসক ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিএমএর ডাকে বিভিন্ন কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা। এ কর্মসূচির অংশ হিসেবে এ  মানববন্ধন করা হবে। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী কর্মসূচি পালনে সারা দেশের চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। শনিবার বিএমএর প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমানের (বাবু) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববারের মানববন্ধনের পর পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ জুন দিনব্যাপী প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখবেন চিকিৎসকরা। রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৭/সাওন/রফিক