জাতীয়

বাজুসের কর্মসূচি প্রত্যাহার

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) আগামীকাল রোববার থেকে যে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। শনিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও বাজুসের নেতারা বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। বাজুসের সহসভাপতি এনামুল হক খান দোলন এ কথা জানিয়েছেন। এদিকে, শনিবার দুপুর দেড়টায় মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে এফবিসিসিআই ও বাজুসের সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও বেলা আড়াইটার পরেও তা শুরু না হওয়ায় সাংবাদিকরা সেখান থেকে চলে যায়। এদিকে কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে জানতে বাজুস সভাপতি গঙ্গা চরণের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে জানি না। এটা যিনি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি এ সিদ্ধান্ত দিতে পারেন না।’ তবে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার বলেন, ‘কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আমাদের সভাপতি সিনিয়র মানুষ। তিনি বৈঠকে আসতে একটু দেরি করেছেন, তাই তিন তাৎক্ষণিক জানেননি। এখন তিনি জেনেছেন এবং ওটা কোনো সমস্যা না। আমরা তাকে বুঝিয়ে বলেছি।’ প্রসঙ্গত, শুল্ক গোয়েন্দা আপন জুয়েলার্সের বিভিন্ন শো-রুম থেকে সোনা জব্দ করার পর আমদানি নীতিমালা না করা পর্যন্ত আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি দোকান বন্ধ এবং ১৫ জুন ঢাকায় মহাসমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছিল বাজুস। গত ৭ জুন রাজধানীর পল্টনে বায়তুল মোকাররমে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৭/নাসির/রফিক/সাইফুল