জাতীয়

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আইনের খসড়ার অনুমোদন

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশ প্রণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৭ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এ তথ্য জানান।   তিনি বলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতভাবে এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।   তিনি আরো বলেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীরা বেসরকারি ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে পরামর্শ, সেবা দিয়ে সরকার নির্ধারিত হারে ফি নিতে পারবেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে (আইনটি) ইংরেজি থেকে বাংলাসহ যুগোপযোগী করা হয়েছে।     মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিজ্ঞান, প্রযুক্তি, প্রাণিসম্পদ, শিল্প স্থাপনা বা অনুসন্ধানবিষয়ক পরামর্শ দেওয়ার জন্য বোর্ডের নির্ধারিত হারে ফি আদায় করতে পারবে।   তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য আর্থিক সহায়তার প্রস্তাব, ঋণগ্রহণের প্রস্তাব এখন অনুমোদন দেবে বোর্ড।   প্রস্তাবিত আইন অনুযায়ী সরকার নির্ধারিত শর্ত অনুযায়ী কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করতে পারবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট- বলে জানান তিনি।  

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জুন ২০১৭/নঈমুদ্দীন/ইভা/মুশফিক