জাতীয়

হুমকি প্রতিরোধে প্রস্তুত পুলিশ : কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, জীবন বাজি রেখে পুলিশ যেকোনো হুমকি প্রতিরোধ করতে সদাপ্রস্তুত। এজন্য পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। সোমবার রাজধানীতে অসহায়, এতিম ও দুস্থদের মাঝে কাপড় বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, ‘আপনাদের ভালো রাখার জন্য বাংলাদেশ পুলিশ রাত-দিন ২৪ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছে। আমরা ডিএমপির কার্যক্রম আরো বেগবান করেছি। রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান-মলম পার্টি নেই বললেই চলে। সব জায়গায় সাদা পোশাকে ও ইউনিফর্মে পুলিশ তৎপর রয়েছে।’ আছাদুজ্জামান মিয়া বলেন, ‘রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পুলিশ সেবা করে যাচ্ছে। ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে পুলিশ। জননিরাপত্তার জন্য হুমকিসহ যেকোনো বিষয় পুলিশ জীবন দিয়ে হলেও প্রতিরোধ করবে। মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় সে মানুষ নয়। পুলিশ নিজেদের বেতনের টাকায় দুস্থদের জন্য ঈদের নতুন কাপড় নিয়ে এসেছে। আমাদের সন্তান ও পরিবার ঈদে নতুন কাপড় পরবে আর এসব অসহায় মানুষ ঈদে নতুন কাপড় পরবে, না এটা হবে না। ঈদের খুশি সবার মাঝে বিলিয়ে দিতে পুলিশের এ ক্ষুদ্র প্রচেষ্টা।’ এর আগে তিনি পল্টন কমিউনিটি সেন্টার ও হাইকোর্ট মাজার গেটের সামনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এক হাজার ৯০০ পিস শাড়ি, লুঙ্গি ও ছোট বাচ্চাদের পোশাক বিতরণ করেন। রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/মাকসুদ/মুশফিক