জাতীয়

পাহাড় ধসে প্রাণহানিতে তুর্কি সরকারের শোক

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশের তিন পার্বত্য জেলায় ভয়াবহ পাহাড় ধসে বিপুলসংখ্যক লোকের প্রাণহানিতে শোক প্রকাশ করেছে তুরস্ক সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক শোকবার্তায় বলা হয়, ‘বাংলাদেশে পাহাড় ধসে ১৩০ জন লোকের প্রাণহানিতে আমরা খুবই দুঃখিত।’ বার্তায় বলা হয়, ‘ভয়াবহ পাহাড় ধসে যারা প্রাণ হারিয়েছে তাদের স্বজন এবং বাংলাদেশ সরকারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ প্রসঙ্গত, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ১৫৬ জনের মৃত্যু ঘটেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর মধ্যে রাঙামাটিতে সর্বোচ্চ ১১০ জনের প্রাণহানি ঘটেছে। রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/হাসান/সাইফ