জাতীয়

আজও ছুটছে মানুষ

নিজস্ব প্রতিবেদক : পথে পথে ভোগান্তি। তারপরও নাড়ির টানে ছুটে চলছে রাজধানীবাসী। যে যেভাবে পারছেন পরিবার নিয়ে ছুটে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। রোববার সকাল থেকে রাজধানীর গাবতলীতে গিয়ে দেখা গেছে ঘরমুখী মানুষের মোটামুটি ভিড়। গতকাল সপ্তাহের শেষ কর্মদিবস থাকায় যাত্রী চাপ আজকের তুলনায় বেশি ছিল। গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। আবার যারা বাসের টিকিট কাটেনি তারা টার্মিনালে এসেই লোকাল বাসে করে ভেঙে ভেঙে যাচ্ছেন।  গাবতলীতে বরিশাল যাওয়ার জন্য আসা মোহাম্মদ আসলাম হোসেন বলেন, পরিবারের অন্য সদস্যদের আগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ঈদে বাড়ি যেতে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয় তাই।  গতকাল আমার অফিস ছুটি হয়েছে কিন্তু গতকাল ভিড় হবে ভেবে যায়নি। আজ যাচ্ছি। আজ ভিড় খুব একটা নেই। ঝামেলা ছাড়াই মনে হচ্ছে যেতে পারব। তবে গাবতলীর অনেক যাত্রী অভিযোগ করছেন, সময় মতো বাস না আসার। এ বিষয়ে হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার বিল্লাল হোসেন বলেন, আরিচা মহাসড়কে যানজট থাকায় এবং নদীর ওপার থেকে সময় মতো ফেরি না পাওয়ার কারণে বাস আসতে একটু দেরি হচ্ছে।  জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নবীনগর পর্যন্ত যানবাহন চলছে ধীর গতিতে। রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৭/হাসিবুল/ইভা