জাতীয়

চালের দাম শিগগিরই কমবে, বাণিজ্যমন্ত্রীর আশ্বাস

সচিবালয় প্রতিবেদক : চালের দাম শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানি করার কথা রয়েছে। সেই চাল খুব তাড়াতাড়ি চলে আসবে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমদানি শুল্ক চাল আমদানিতে খুব বেশি প্রভাব ফেলবে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আমদানি শুল্ক কমানোয় প্রতি কেজিতে চালের দাম কমবে ৬ টাকা এবং পুরোটা প্রত্যাহার করলে কমতো ৯ টাকা। বাণিজ্যমন্ত্রী বলেন, রোজায় দুই একটি পণ্য ছাড়া বাজার নিয়ন্ত্রণে ছিল। আর চাল ও চিনির সংকট ছিল কৃত্রিম সংকট। যারা মিল মালিক তারা চাল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল। রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৭/হাসান/ইভা