জাতীয়

আদিবাসী ফোরাম ও কাপেং ফাউন্ডেশনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির লংগদুতে নৃ গোষ্ঠীর লোকজনের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও কাপেং ফাউন্ডেশন। শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় ভবনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে সংগঠন দুটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা। তিনি বলেন, ২ জুন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত লংগদু উপজেলা সদরের তিনটিলা এবং পার্শ্ববর্তী মানিকজোড়ছড়া ও বাত্যা পাহায় ‘সেটেলার’ বাঙালিরা জম্মুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে ও লুটপাট চালায়। এতে ২৩৬টি বাড়ি ও দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়, ৮৭টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনা সংঘটিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এবং স্থানীয় প্রশাসনের নাকের ডগায়। রাইজিংবিডি/ঢাকা/৭ জুলাই ২০১৭/নূর/শাহনেওয়াজ