জাতীয়

১০% অবসর সুবিধা কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের ১০ শতাংশ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য কাটার সিদ্ধান্ত প্রতাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন এ দাবি করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের ১০ শতাংশ কর্তনের বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাতে শিক্ষক সমাজ বিভ্রান্ত ও ক্ষুদ্ধ। এ ছাড়া কোনো প্রকার বাড়তি সুবিধা না দিয়ে এমপিওর অর্থ থেকে অতিরিক্ত ৬ শতাংশ কাটার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এ ছাড়া বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদানসহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিও জানান তিনি। সংগঠনের সাধারণ সসম্পাদক বিলকিস জামান বলেন, আমরা দেখেছি পরিবহন শ্রমিকেরা কোনো দাবি নিয়ে আন্দোলন করলে মন্ত্রীরা তাদের নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমাধান করেন। কিন্তু মানুষ গড়ার কারিগর শিক্ষকেরা কোনো দাবি করলে শিক্ষামন্ত্রীর কোনো দেখা পাওয়া যায় না। এই বেআইনি প্রজ্ঞাপন প্রত্যাহার না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায় সমর, আবদুল খালেক, শাহে আলম প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/১৩ জুলাই ২০১৭/নাসির/এসএন