জাতীয়

মুক্তামণিকে নিয়ে মেডিক্যাল বোর্ডের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : বিরল রোগে আক্রান্ত মুক্তামণির পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা বৈঠক করেছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুক্তামণির বিগত কয়েকদিনের শরীরিক অবস্থা ও বিভিন্ন টেস্টের ফলাফল নিয়ে আলোচনা হয়েছে। সেখান থেকে পরবর্তীতে কী চিকিৎসা হবে সে বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকের বিষয় ও আলোচ্যসূচির বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, বৈঠকে চিকিৎসকেরা তাদের অবজারভেশন তুলে ধরেন। পাশাপাশি পরবর্তী চিকিৎসার বিষয়েও আলোচনা হয়। মেডিক্যাল বোর্ডের সদস্য ও বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ছাড়া অন্যান্য সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। আবুল কালাম আজাদ মেডিক্যালের একটি কাজে বিদেশে অবস্থান করছেন। গত ১১ জুলাই সকালে ঢামেকের বার্ন ইউনিটে মুক্তামণিকে ভর্তি করা হয়। পরে তার জন্য গঠন করা মেডিক্যাল বোর্ডের সদস্যরা সমন্বিতভাবে চিকিৎসা চালিয়ে আসছেন। রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৭/নূর/সাইফুল