জাতীয়

ঢাবি ভিসির বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটিতে আগুন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনের বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ১০ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।  শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে সেখানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।  বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।  তিনি বলেন, ‘ভিসি স্যারের বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছিল। খবর পেয়ে আমরা দ্রুত ওই এলাকার বিদ্যুৎ বন্ধ করে দিই। এ জন্য আগুন ছড়াতে পারেনি।’ বৃষ্টির কারণে বৈদ্যুতিক শটসার্কিট থেকে খুঁটিতে আগুন লাগতে পারে বলে জানিয়েছেন জিয়াউর রহমান। 

   

রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৭/নূর/এসএন