জাতীয়

যুবসমাজ উন্নয়ন কাজে এলেই জঙ্গিবাদের নির্মূল হবে

নিজস্ব প্রতিবেদক : দেশের যুবসমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে এদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। শনিবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি টাওয়ার) মিলনায়তনে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা জাতীয় যুবকেন্দ্র এ যুব সমাবেশের আয়োজন করে। তিনি বলেন, এদেশের প্রতিটি আন্দোলন ও অর্জনে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই যুবসমাজকে সঠিক পথ দেখাতে হবে। সঠিক পথে থেকেই তারা জঙ্গিবাদকে রুখে দেবে এবং দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেবে। তাই প্রত্যেককে যার যার অবস্থান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বার জানান তিনি। এ সময় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ হাসিনা জাতীয় যুবকেন্দ্রের পরিচালক মোরশেদ উদ্দিন আহমদ। রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৭/আসাদ/মুশফিক