জাতীয়

মঙ্গলবার থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। মঙ্গলবার সকাল ১১টায় ময়মনসিংহে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ। সচিব জানান, সোমবার বেলা সোয়া ৩টার দিকে সিইসি চার নির্বাচন কমিশনারকে নিয়ে ময়মনসিংহের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সেখানে তারা সার্কিট হাউজে রাতে অবস্থান করবেন। এরপর জেলার টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে এবার সাতটি বিশেষ কমিটি গঠন করেছে ইসি। রোহিঙ্গা ভোটার ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। নারী ভোটার বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যক্রমে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানান সচিব। তিনি আরো জানান, হালনাগাদের কাজ সুষ্ঠু ও নির্ভুল করার লক্ষ্যে ইসির পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা যাতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে সে বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সচিব জানান, আগামী ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে। এবার প্রায় ৩৫ লাখ নতুন ভোটার যুক্ত হতে পারে। ২০১৮ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ হবে এবং যেসব নাগরিক যোগ্য হওয়ার পরও বিভিন্ন কারণে ভোটার হতে পারেননি শুধু তাদের ভোটার করা হবে। মৃত ভোটারের তথ্যও সংগ্রহ করা হবে। এদিকে ইসি সূত্র থেকে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদের কাজ কারিগরি ঝুঁকিতে পড়ার আশঙ্কা আছে। নতুন ভোটারের তথ্য সংগ্রহে উপজেলা ও জেলা অফিসগুলোতে ল্যাপটপ, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারসহ প্রযুক্তিগত সহায়তার অভাব আছে। এ ছাড়া স্থানীয় নির্বাচন অফিসগুলোর সঙ্গে কেন্দ্রীয় ডাটাবেজের নিজস্ব নেটওয়ার্ক (ভিপিএন) নেই। ফলে সিডি, ডিভিডি বা হার্ডড্রাইভের মাধ্যমে নতুন ভোটারদের ডাটা ঢাকায় কেন্দ্রীয় সার্ভারে আনার সময় হারানোর ঝুঁকি আছে। হালনাগাদের সময় দ্বৈত ভোটার শনাক্তের জন্য তথ্য ম্যাচিং এএফআইএস (অটোমেটিক ফিঙ্গার আইডেন্টিফিকেশন সিস্টেম) সাপোর্ট সার্ভিসের সঙ্গে চুক্তি এক বছর আগেই শেষ হয়ে গেছে। প্রায় একই ধরনের সমস্যা রয়েছে কেন্দ্রীয় সার্ভারে হালনাগাদের মূল ডাটাবেজ আপলোড করার ক্ষেত্রেও। ৯ আগস্টের মধ্যে তথ্য সংগ্রহ শেষ হলে সংগৃহীত তথ্যাদি ২০ আগস্ট নিবন্ধনকেন্দ্রে কম্পিউটার ডাটা এনন্ট্রির কাজ তিন ধাপে শুরু করবে ইসি। প্রথম ধাপে ১৮৩টি উপজেলায় ২২ দিনে, দ্বিতীয় ধাপে ২১৬টি উপজেলায় ২৮ দিনে, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলায় ২১ দিনে তথ্য সংগ্রহের কাজ করা হবে। এটি শেষ হবে ৫ নভেম্বর। ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারের নাম কর্তন করা যাবে। আগামী ২ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি আপত্তি ও সংশোধনের জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ  ১৭ জানুয়ারি। দাবি আপত্তি ও সংশোধন নিষ্পত্তির শেষ তারিখ ২২ জানুয়ারি। দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত দরখাস্তের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশের শেষ তারিখ ২৭ জানুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ জানুয়ারি। রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/হাসিবুল/রফিক